
স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জ সদর উপজেলার কাটাবাড়িয়া থেকে ১৫৩০ পিছ ইয়াবাসহ সুমি আক্তার (২৭) নামে এক নারীকে গতকাল সোমবার (২০জুন) সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম অভিযান চালিয়ে আটক করে ।
এ সময় তার কাছ থেকে ১৫৩০ পিস ইয়াবা, মাদক ব্যবসার কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ৫ হাজার ৪৯০ টাকা উদ্ধার করে।
ইয়াবাসহ আটক হওয়া সুমি আক্তার ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের দরগাহ বেপারিপাড়ার জুয়েল মিয়ার স্ত্রী। সে বর্তমানে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের যশোদল মুসলিমপাড়া গ্রামের বাবার বাড়িতে থাকে।
র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান গণমাধ্যমকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সুমি আক্তার একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ কিশোরগঞ্জ জেলা শহরসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।
এ ঘটনায় তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
পাপ্র/ সুআআ
