Pakundia Pratidin
ঢাকাশুক্রবার , ৫ মে ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

আকিব শিকদারের দুটি কবিতা

প্রতিবেদক
পাকুন্দিয়া প্রতিদিন ডেস্ক
মে ৫, ২০২৩ ৫:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

সংসার বিবাগীর গান

তুমি তো জানো না মেয়ে, তুমি তো জানো না।
গণিতের মাস্টার তোমার বাবা, আমরা কুয়াশা ঠেলে
রোজ সকালে পড়তে আসতাম। বারান্দাতে
আর সব ছাত্রের সাথে অপেক্ষাতে থাকতাম।
উচাটন মন, তোমার মুখটা কখন
দেখবো ঘরের কোণে। সেই মুখ, মাথার দু’পাশে
গোছা বাধা চুল; দু’কানে চুরির মতো বড় দু’টি দুল।
সে মুখের ছবি বহুবার একেছি মনে, কেউ জানে না,
একবার খাতাতে আঁকতে গিয়ে ধরা…
হলো না আমার লেখাপড়া। তুমি তো জানো না।

তোমার বাবার হাতে কানমলা। প্রাইভেটের পথে
আর যাওয়া হলো না, স্কুল থেকেও নাম কাটা,
কেননা তোমার বাবা সে স্কুলেরই শিক্ষক
যে স্কুলে পড়তাম আমি। হলো না আমার লেখাপড়া
এদিকে আমার বন্ধুরা একে একে উঠে গেল উঁচু ক্লাসে
মাসে মাসে। আমি শুধু ডুবলাম কলঙ্কের
বোঝা মাথাতে চেপে। সময় মেপে।
তুমি তো জানো না মেয়ে, তুমি তো জানো না
সেই মুখ আজও আমার মনের দেয়ালে আঁকা –
তাই আমার সংসার হলো না। তুমি তো জানো না।

 

সরাইখানার গল্প

পাকা চুলে যতই লাগাও কলপ, যৌবন কি ফিরে পাবে আর –
ফিরে পাবে আর বলো…!
ফিরবে না তো তোমার যেদিন গেল…

ব্যস্ত ছিলাম, আমি ব্যস্ত ছিলাম
দুনিয়াদারীর সাজ-সরঞ্জাম
নিজের ঝুলায় জুগিয়ে নেবার কাজে-
অথচ দুনিয়া আমায়
জানাতে বিদায়
দাঁড়িয়ে আছে চাবুক হাতে খুনি দাজ্জালের সাজে।

এই দুনিয়া একটি সরাইখানা, খাবে দাবে, থাকবে দুদিন
আবার চলে যেতেও হবে।
আজ যা তোমার দখলে আছে
কাল তা যাবে অন্যের কাছে –
কেন নিজের আখের গুছিয়ে নিতে তুমি আমি ভাবনা করি তবে?

আকিব শিকদার। জন্ম কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানাধীন তারাপাশা গ্রামে, ০২ ডিসেম্বর ১৯৮৯ সালে। প্রফেসর আলহাজ মোঃ ইয়াকুব আলী শিকদার ও মোছাঃ নূরুন্নাহার বেগম এর জ্যেষ্ঠ সন্তান। স্নাতক পড়েছেন শান্ত-মরিয়ম ইউনিভার্সিটি থেকে ফ্যাশন ডিজাইন বিষয়ে। পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে স্নাতক ও স্নাতোকোত্তর। খন্ডকালীন শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু; বর্তমানে কর্মরত আছেন আইয়ূব-হেনা পলিটেকনিক ইন্সটিটিউটে।
কবির বিধ্বস্ত কঙ্কাল (২০১৪), দেশদ্রোহীর অগ্নিদগ্ধ মুখ (২০১৫), কৃষ্ণপক্ষে যে দেয় উষ্ণ চুম্বন (২০১৬), জ্বালাই মশাল মানবমনে (২০১৮) তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। দোলনা দোলার কাব্য (২০২১) তার শিশুতোষ কবিতার বই।
সাহিত্য চর্চায় উৎসাহ স্বরুপ পেয়েছেন “হো.সা.স. উদ্দীপনা সাহিত্য পদক”, “সমধারা সাহিত্য সম্মাননা”, “মেঠোপথ উদ্দীপনা পদক”, “পাপড়ি-করামত আলী সেরা লেখক সম্মাননা”। লেখালেখির পাশাপাশি সঙ্গীত ও চিত্রাংকন তার নেশা।