কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বজ্রঘাতে তিনটি গরু মারা গেছে। শনিবার (৬ জুন) দুপুরে বজ্রপাতের সময় উপজেলার চরফরাদী ইউনিয়ানের চরকুর্শা গ্রাম ব্রহ্মপুত্র নদের পাড়ে এই ঘটনা ঘটে।
এলাবাসী সূত্রে জানা যায়, অাজ শনিবার দুপুরে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়। চরকুর্শা গ্রামের মহরউদ্দিনের ছেলে ইব্রাহিম ও একই বাড়ির মুর্শিদের ছেলে রাকিব ২ টি গরুকে নদের পাড়ে ঘাস খাওয়াচ্ছিলেন। হঠাৎ বজ্রঘাতে গরুর মালিকরা অল্পের জন্য রক্ষা পেলেও তিনটি গরু মারা যায়।