কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলাম সবুজের (৫০) এর দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২ জুন) বিকাল ৩টায় উপজেলার তারাকান্দি মানুল্লাচর গ্রামের নিজ বাড়ি প্রাঙ্গণে নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মঙ্গলবার ভোর ৫টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর আগে ঈদুল ফিতরের দিন গত ২৫ মে দিবাগত রাত ৪টার দিকে উপজেলার তারাকান্দি মানুল্লাচর গ্রামের নিজ বাড়িতে তিনি ব্রেইন স্ট্রোক করেন। পরে তাকে আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।