কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বেপরোয়া গতির দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ৫ জনের মধ্যে সানোয়ার (১৬) নামে আরেক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) বিকাল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জয় (১৯) নামের এক কিশোরের মৃত্যু হয়েছিল। এ নিয়ে এ ঘটনায় দুইজন নিহত হলো। বাকি চারজন চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার (২৬ মে) মারা যাওয়া সানোয়ার পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের নরপতি গ্রামের রফিক মিয়ার ছেলে।
সোমবার (২৫ মে) দুপুর ১টার দিকে পাকুন্দিয়া-ইটাখোলা সড়কে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের নরপতি গ্রামের ড্রেনেরঘাট ব্রীজ সংলগ্ন এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছিল।