করোনাভাইরাসের কারণে সরকারের স্বাস্থ্যবিধি মেনে এবার কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার প্রায় সাতশো মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো: নাহিদ হাসান ঈদগাহের পরিবর্তে স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি মসজিদে ঈদ জামাতের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছিলেন।
পাকুন্দিয়ার প্রায় সকল মসজিদে সকাল সাড়ে নয়টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। জায়গা সংকুলান না হওয়ায় অনেক মসজিদে একাধিক জামাত অনুষ্ঠিত হতে দেখা গেছে।
সারাদেশে করোনা সংক্রমণের কারণে সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ঈদগাহ বা খোলা মাঠে এবার ঈদুল ফিতরের জামাতে নিষেধাজ্ঞা দিয়েছে। ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহসহ কিশোরগঞ্জের পাকুন্দিয়া সহ ১৩ উপজেলার কয়েকশ’ ঈদগায় এবার ঈদুল ফিতরের জামাত হয়নি।