কিশোরগঞ্জে নতুন করে ১১ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে। এই ১১ জনের মধ্যে পাকুন্দিয়া উপজেলার ফের ১ জনের করোনা শনাক্ত হয়েছে।
রোববার (২৪ মে) বিকাল সাড়ে ৫টার দিকে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার (২৪ মে) বিকাল পর্যন্ত পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্ট অনুযায়ী কিশোরগঞ্জ জেলায় মোট ২৭৭ জনের করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ এসেছে। পাকুন্দিয়া উপজেলায় নতুন ১জন সহ মোট আক্রান্তের সংখ্যা হলো ৯জন। এর মধ্যে পূর্বের ৪ জন বর্তমানে কোভিড-১৯ নেগেটিভ হয়ে সুস্থ আছেন।