প্রাণঘাতী করোনাভাইরাসের সামাজিক সংক্রমণের ফলে অসহায় ও কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটি এন্ড মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশন অব পাকুন্দিয়া।
শনিবার (২৩ মে) দুপুরে পাকুন্দিয়া পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সংগঠনের পক্ষ থেকে ৩য় দফায় শতাধিক হতদরিদ্রের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু কৃষি বিদ্যালয়ের শিক্ষার্থী ও পাবলিক ইউনিভার্সিটি এন্ড মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশন অব পাকুন্দিয়া’র সভাপতি মো. কাউসার আলম, ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থী ও সংগঠনটির সাধারণ সম্পাদক নাইমুর রশীদ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ইমন প্রমুখ।
উপহার সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, ডাল ও পাউডার দুধ।