ইবনে আওয়াল :
আসন্ন ঈদুল ফিতর ও করোনা মহামারীতে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মহিষবেড় গ্রামের সামাজিক সংগঠন রিনেশান্স সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে গ্রামের প্রায় অর্ধশত অসহায় পরিবারে মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
আজ শুক্রবার রাতে সংগঠনের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এই ঈদ উপহার পৌঁছে দেয়।
সংগঠনটির সভাপতি ফরহদ উদ্দিন জানান, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, রক্তদান কর্মসূচি, ত্রাণ বিতরণ, শিক্ষা সামগ্রী বিতরণ সহ নানা সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে সংগঠনটি।