Pakundia Pratidin
ঢাকাবৃহস্পতিবার , ২১ মে ২০২০
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ার ৪৬১টি মসজিদে সরকারি অনুদান

প্রতিবেদক
pakundia pratidin
মে ২১, ২০২০ ১১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ৯ ইউনিয়নের ৪শত ৬১টি মসজিদে সরকারি অনুদান হিসেবে প্রতিটিতে পাঁচ হাজার টাকা করে মোট ২৩ লাখ ৫ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসান এসব অনুদানের টাকা মসজিদের সভাপতি-ইমামদের হাতে তুলে দেন।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমানসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম-মোয়াজ্জিনগণ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসান জানান, উপজেলার নয়টি ইউনিয়নের ৪শত ৬১টি মসজিদের প্রত্যেকটিকে পাঁচ হাজার টাকা করে সরকারি অনুদান বিতরণ করা হয়েছে।

এছাড়া পৌরসভার ৮৪টি মসজিদের অনুদানের অর্থ সোমবার (২৫ মে) বিতরণ করা হবে বলেও জানান তিনি।