Pakundia Pratidin
ঢাকাবুধবার , ২০ মে ২০২০
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

সঠিকভাবে কোভিড-১৯ টেস্টে বায়োটেকনোলজিস্ট বা মলিকিউলার বায়োলজিস্ট অত্যাবশ্যক

প্রতিবেদক
pakundia pratidin
মে ২০, ২০২০ ১১:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

কোভিড-১৯ টেস্টের অনেক ল্যাবগুলোতে রেজাল্ট এনালাইসিস ভুল হচ্ছে। কোভিড-১৯ এর যেসব ল্যাব বিভিন্ন মেডিকেল কলেজ বা হাসপাতালে স্থাপিত হয়েছে সেখানকার RNA এক্সাট্রাকশ, PCR-master mix, RT-PCR রেজাল্ট এনালাইসিস সবগুলো ধাপে রয়ে ছে হ্যান্ডেলিং, পিপেটিং এর সমস্যা। সবচেয়ে ভয়ংকর ব্যপার হচ্ছে RNA সম্পর্কে বিস্তারিত জ্ঞানের অভাব। মেডিকেল টেকনোলজিস্ট বা ডাক্তার (মলিকিউলার লেভেলের গবেষক ব্যাতিত) ওনারা RNA সম্পর্কে তেমন জ্ঞান রাখেন না। RT-PCR মেশিন চালানোর দক্ষতাও নেই তাদের। যেসব ল্যাব মলিকিউলার বায়োলজিস্ট বা বায়োটেকনোলজিস্টদের অভাব রয়েছে সেই ল্যাবগুলোতেই মূলত সমস্যা রয়েছে।

আমাদের দেশে যথেষ্ট পরিমাণ মলিকিউলার বায়োলজিস্ট বা বায়োটেকনোলজিস্ট থাকার পড়েও আমরা কোভিড-১৯ টেস্ট সঠিকভাবে করতে পারছি না। এর দায় কার???সরকারের উর্দ্ধতন কর্মকর্তাদেরকে বিষয়টি ভাবতে হবে। বায়োটেকনোলজিস্ট বা মলিকিউলার বায়োলজিস্টদের এসব ল্যাবগুলোতে জাতীয় বেতন স্কেলের ৯ম গ্রেড এ বৈজ্ঞানিক কর্মকর্তা হিসাবে নিয়োগ দিয়ে জাতির এ ক্রান্তিকালে সরকার যুগান্তকারী ভূমিকা রাখতে পারে। এটা নিশ্চিত প্রতিটি কোভিড-১৯ ল্যাব এ বায়োটেকনোলজিস্ট বা মলিকিউলার বায়োলজিস্ট থাকলে কোভিড-১৯ টেস্টগুলো বেশি সঠিক হবে।

একেএম জাকির হোসেন
এম এস. (জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)
গবেষকঃ ইনফেকশাস ডিজিজ।