Pakundia Pratidin
ঢাকাবুধবার , ২০ মে ২০২০
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় বাড়ছে সংক্রমণ, নতুন করে ২ জনের করোনা শনাক্ত

প্রতিবেদক
pakundia pratidin
মে ২০, ২০২০ ১০:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে আবারও ভয়াবহ বিস্তার ঘটছে প্রাণঘাতী করোনাভাইরাসের। সোমবার (১৮ মে) একজন মৃত ব্যক্তিসহ মোট ৭ জন এবং মঙ্গলবার (১৯ মে) একজন মৃত ব্যক্তিসহ ১৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। বুধবার (২০ মে) করোনা শনাক্তের এই সংখ্যা আরো বেড়েছে। সর্বশেষ পাওয়া রিপোর্টে নতুন করে আরো ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, কিশোরগঞ্জ জেলা থেকে শনিবার (১৬ মে) সংগৃহীত ১২০ জনের নমুনার মধ্যে ৪ জনের রিপোর্ট পেন্ডিং রয়েছে।

বাকি ১১৬ জনের মধ্যে ৯৫ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। বাকি ২১ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে। তাদের মধ্যে পুরাতন দুইজনের নমুনা আবারও পজেটিভ এসেছে।

অর্থাৎ নতুন করে ১৯ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে। এই ১৯ জনের মধ্যে পাকুন্দিয়া উপজেলার ২ জন করোনা শনাক্ত হয়েছে।

করোনা যুদ্ধে অবিরাম ছুটে চলছেন পাকুন্দিয়ার এসিল্যান্ড একেএম লুৎফর রহমান

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামির মোহাম্মদ হাসিবুস সাত্তার পাকুন্দিয়া প্রতিদিনকে বলেন, পাকুন্দিয়া উপজেলায় এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২২২ জনের। গত ১৬ মে সংগৃহীত নমুনায় নতুন ২জন সহ মোট আক্রান্তের সংখ্যা হলো ৬জন। এর মধ্যে পূর্বের ৪ জন বর্তমানে কোভিড-১৯ নেগেটিভ হয়ে সুস্থ আছেন।

নতুন করে যে ২জন আক্রান্ত হয়েছেন তাদের পরিচয় পরে প্রকাশ করা হবে বলেন জানান তিনি।

করোনা যোদ্ধা কিশোরগঞ্জের মিজবাহ উদ্দিন নিঝুমের গল্প