অস্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবের অভিযোগ এনে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ত্রাণ কমিটি থেকে পদত্যাগ করেছেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোতায়েম হোসেন স্বপন।
আজ (বুধবার) দুপুরে তিনি ত্রাণ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.নাহিদ হাসানের কাছে এ পদত্যাগপত্র জমা দেন।
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোতায়েম হোসেন স্বপন সাংবাদিকদের বলেন, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে গত ১০ মে উপজেলা ত্রান কমিটির সভায় আমি উপস্থিত হই। এই কার্যক্রমে কোনো স্বচ্ছতা ও জবাবদিহিতা নেই। অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তালিকা প্রণয়ন এবং ত্রাণ বিতরণ করছে। এসব কারণে উক্ত কমিটি থেকে পদত্যাগ করেন এবং দলীয় প্রতিনিধি হিসাবে এর প্রতিকারও চান বলে জানান তিনি।