গুপ্তচর
মোঃ আরমান হোসেন
এক করোনায় ডুবে গেলো
বাঙলার তাজা খবর সব,
প্রতিদিন কি রাত চলছিল
হত্যা ধর্ষণ দুর্ঘটনা গুজব।
আজ আর নয়ত থেমে
চলছে সবকিছু অবিরাম,
শুধু হচ্ছে প্রচার করোনা
বাকি সবের হয় না কোন নাম।
সেই সুবাদে গুপ্তচর
সুযোগ নিচ্ছে টেনে,
চুর ডাকাতি হত্যা খুন
সবি বাড়ছে দিনেদিনে।
তাদের সুযোগ কেড়ে নিয়ে
রাখতে হবে চোখ কান,
চারদিকে যা হয় সবে হবে
প্রচার এর মাধ্যেমে প্রমাণ।