Pakundia Pratidin
ঢাকাবুধবার , ৬ মে ২০২০
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

এম.হাবিবুর রহমানের ছড়া ‘করোনার চাষ’

প্রতিবেদক
pakundia pratidin
মে ৬, ২০২০ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

করোনার চাষ
এম. হাবিবুর রহমান

হাটে ঘাটে মার্কেটে
কতো লোক আসে,
তাই দেখে মুখ ঢেকে
করোনাও হাসে।

দেখি মিল কিলবিল
করে করোনায়,
শতলোক উৎসুক
চড়ে সরু নায়!

শোরগোলে চোখ গেলে
দেখি নাগপাশ,
জুমা আর জামাতেই
যতো হাঁসফাঁস!

মসজিদে দেখি শুধু
করোনার বাস,
ধর্মের কর্মেই
হয় বুঝি চাষ!

ঈদ হবে গীত হবে
মার্কেট খুলে,
করোনা কি যাবে চলে
এই পথ ভুলে?

তাই যদি হয় তবে
এসো খাই ঘাস,
ঘরে ঘরে করে যাই
করোনার চাষ!