করোনার চাষ
এম. হাবিবুর রহমান
হাটে ঘাটে মার্কেটে
কতো লোক আসে,
তাই দেখে মুখ ঢেকে
করোনাও হাসে।
দেখি মিল কিলবিল
করে করোনায়,
শতলোক উৎসুক
চড়ে সরু নায়!
শোরগোলে চোখ গেলে
দেখি নাগপাশ,
জুমা আর জামাতেই
যতো হাঁসফাঁস!
মসজিদে দেখি শুধু
করোনার বাস,
ধর্মের কর্মেই
হয় বুঝি চাষ!
ঈদ হবে গীত হবে
মার্কেট খুলে,
করোনা কি যাবে চলে
এই পথ ভুলে?
তাই যদি হয় তবে
এসো খাই ঘাস,
ঘরে ঘরে করে যাই
করোনার চাষ!