মুহাদ্দিস মাও:আজিম উদ্দিন বিন মজনু
“পাকুন্দিয়া প্রতিদিন” পত্রিকাটি আমার প্রিয় পত্রিকার মধ্যে একটি।এ পত্রিকাটি ৬ষ্ঠ বর্ষে পদার্পন করেছে। এ পত্রিকার মাধ্যমেই সুষ্ঠু সাংবাদিকতার বিকাশ ঘটেছে এবং সৃজনশীল মেধা বিকাশের মাধ্যমে এ অঞ্চলের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
পত্রিকাটি মানুষের আশা-আকাঙ্ক্ষা, সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনা নিয়ে নিরন্তর সংবাদ পরিবেশন করে আসছে। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও যথাযথ সংবাদ পরিবেশনার ক্ষেত্রে এ পত্রিকা কার্যকর ভূমিকা পালন করছে। সামষ্টিক ও সামগ্রিক ইতিবাচক সংবাদ প্রকাশেও এ পত্রিকা আন্তরিক।
উদ্দেশ্যমূলকভাবে মানুষের চরিত্রহনন করার কাজে আজকাল অনেক পত্রিকাই অরুচিকর সংবাদ প্রকাশ করে থাকে। এক্ষেত্রে “পাকুন্দিয়া প্রতিদিন” অনেকটাই ব্যতিক্রম।
পাকুন্দিয়া প্রতিদিন পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি পত্রিকার সম্পাদক, প্রকাশক,বিভিন্ন সাংবাদিক,বিজ্ঞাপনদাতা পাঠকসহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানাই এবং এই সংবাদ প্রতিষ্ঠানটির সূর্যোজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
ইমাম এন্ড খতিব; হ্যাটফিল্ড জামে মাসজিদ, আমেরিকা।