করোনা হটস্পট খ্যাত কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় নতুন করে আরও ২ জনের দেহে করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে।
শুক্রবার (৫ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. জমির মো. হাসিবুস ছাত্তার পাকুন্দিয়া প্রতিদিনকে জানান, গত ৩০ মে উপজেলায় সংগ্রহ করা নমুনায় ২ জনের শরীরে করোনা পজেটিভ পেয়েছেন। নতুন করে আরও ২ জনের করোনা শনাক্ত হওয়ায় উপজেলায় করোনা পজেটিভের সংখ্যা দাঁড়ালো ২৬ এ। এর মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি ব্লক সম্পূর্ণ কোভিড-১৯ ইউনিট হিসেবে ঘোষণা করা হয়েছে। দুটি ওয়ার্ডে ৫ টি করে ১০ টি ও দুটি কেবিনের ৪ টি বেডসহ মোট ১৪ টি বেডে করোনা পজেটিভ বা করোনা সন্দেহজনক রোগীদের চিকিৎসা কার্যক্রম চলছে।