করোনা হটস্পট খ্যাত কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় নতুন করে আরও ৭ জনের দেহে করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে একই পরিবারের ৫ জন রয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. জমির মো. হাসিবুস ছাত্তার সাংবাদিকদের জানান, গত ২৯ মে উপজেলায় ২৯ টি নমুনা সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার (৪ জুন) সকালে তারা রিপোর্ট পেয়েছেন। একই পরিবারের ৫জন সহ নতুন করে আরও ৭ জনের করোনা শনাক্ত হওয়ায় উপজেলায় করোনা পজেটিভের সংখ্যা দাঁড়ালো ২৪ এ। এর মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন।
তিনি আরও জানান, পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি ব্লক সম্পূর্ণ কোভিড-১৯ ইউনিট হিসেবে ঘোষণা করা হয়েছে। দুটি ওয়ার্ডে ৫ টি করে ১০ টি ও দুটি কেবিনের ৪ টি বেডসহ মোট ১৪ টি বেডে করোনা পজেটিভ বা করোনা সন্দেহজনক রোগীদের চিকিৎসা কার্যক্রম চলবে।