স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা থেকে ছিনতাই মামলার অভিযোগের ভিত্তিতে উপজেলার পুলেরঘাট বাজার থেকে ১১ জানুয়ারী বুধবার ভোর রাত আনুমানিক ২:৩০ মিনিটে তিনজন ছিনতাইকারীকে আটক করা হয়।
আটককৃত মো: শরীফ মিয়া (৩৩) উপজেলার আদর্শপাড়া গ্রামের আ: আহদের ছেলে, মাছুম ১৯ উপজেলার ছয়ছির গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে, বিজয় ২০ কটিয়াদী উপজেলার বাইরকাদীর গ্রামের তারা মিয়ার ছেলে।
মামলার ভিত্তিতে জানা যায়, গত ২১ ডিসেম্বর-২২ বুধবার রাতে উপজেলার মাইজহাটিতে অবস্থিত পেট্রোম্যাক্স এলপি গ্যাসের একটি গোডাউন থেকে সিকিউরিটি গার্ড আবুল কালামের হাত, পা, মুখ বেঁধে গোডাউনে থাকা ৭৭ টি ১২ কেজি ওজনের এলপিজি গ্যাসের বোতল যার বাজার মূল্য প্রায় এক লক্ষ একাত্তর হাজার তিনশ পঁচিশ টাকা ও ক্যাশ থেকে নগদ তিনহাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ মো: সারোয়ার জাহান জানান, মামলার অভিযোগের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়, আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পাপ্র/সুআআ