
- স্টাফ রিপোর্টার:পরিবর্তনের প্রত্যয় নিয়ে গঠিত সামাজিক সংগঠন ‘শিকড়’ এর এগারসিন্দুর ইউনিয়ন কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ জানুয়ারী রবিবার দুপুরে মঠখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সেমিনার কক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মঠখোলা হাজী জাফর আলী কলেজের সিনিয়র প্রভাষক রফিকুল ইসলাম, বাহাদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহাবুদ্দীন, সহকারী শিক্ষক আরিফুল ইসলাম।
শিকড়ের উপজেলা কমিটির আহবায়ক আতাউর রহমানের দিক-নির্দেশনায় ও আল ইমরানের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন অনার্স এন্ড মাস্টার্স ছাত্র কল্যান সংগঠনের সভাপতি হৃদয় হোসেন ও সাংগঠনিক সম্পাদক আশরাফুল আমিন হিমেল এবং বঙ্গরত্ন ব্লাড ডোনার ক্লাবের সভাপতি রাফছান জামান সহ প্রমুখ
আলোচনা সভা শেষে শিকড়ের এগারসিন্দুর ইউনিয়নের কমিটি ঘোষণা করা হয়। এতে মেহেদী হাসান আকাশকে সভাপতি, সাইফুল ইসলাম শান্তকে সাধারণ সম্পাদক এবং দ জুনায়েদ হাসানকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়।
পাপ্র/সুআআ