পাকুন্দিয়া প্রতিদিন ডেস্ক: সৌদি আরব গিয়ে প্রায় ৭ মাস ধরে নিখোঁজ রয়েছেন মো. রফিকুল ইসলাম (৪০) নামের প্রবাসী বাংলাদেশি। নিখোঁজ রফিকুল ইসলাম কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এসারসিন্দুর ইউনিয়নের বারাবর গ্রামের মো. আলীম উদ্দিনের ছেলে।
সে সৌদি আরবের রিয়াদ শহরের আল-মেহথেল জেনারেল কন্ট্রাক্টিং নামের একটি কোম্পানির (সাপ্লাই) অধীনে ক্লিনারের কাজ করতেন।
পারিবারিক সূত্র জানায়, ২০২২ সালের ফেব্রুয়ারির দিকে ধারদেনা করে সাড়ে ৪ লাখ টাকায় ৬শ’ রিয়াল বেতনে আল-মেহথেল কোম্পানির ভিসায় সৌদি আরবে যান রফিকুল ইসলাম। সেখানে খুবই কষ্টের কাজ করতে হতো তাকে।
প্রথম ৪ মাস বাড়িতে কোনো টাকা দিতে না পারলেও পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল তার। তবে গত ৭ মাস যাবৎ তার কোনো খোঁজখবর পাচ্ছে না পরিবার।
এ পরিস্থিতিতে রফিকুলের পরিবারে শোকের আবহ বিরাজ করছে। সন্তানের খোঁজ নেয়ার জন্য বৃদ্ধ পিতা মো. আলীম উদ্দিন সৌদি আরবে থাকেন এমন অনেক প্রবাসীর সঙ্গে যোগাযোগ করে ছেলের কোনো সংবাদ না পেয়ে পাগলপ্রায়। রফিকুলের সংসারে দুই মেয়ে ও এক ছেলে।
তাদের মধ্যে বড় মেয়ে ফাতেমার বয়স ৭ বছর, রাফি খাতুনের বয়স ২ বছর এবং ছেলে আব্দুল্লাহর বয়স এক বছর।
ছোট ছোট ৩ ছেলেমেয়ে বাবার সঙ্গে কথা বলতে না পেরে দিনরাত কান্নাকাটি করে। স্বামী নিখোঁজ থাকায় অভাবের সংসারে রফিকুলের স্ত্রী রোকেয়া সন্তানদের নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছেন।
যদি কেউ নিখোঁজ প্রবাসী রফিকুল ইসলামের সন্ধান পান, তাহলে অনুগ্রহ করে তার পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে। পরিবারের মুঠোফোন নম্বর ০১৭০৫৭০৭৩৪৮।
সূত্র: দৈনিক মানবজমিন
পাপ্র/এসআর
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good. https://accounts.binance.com/cs/register?ref=T7KCZASX