ভয়েস অব পাকুন্দিয়ার সাধারণ সভা অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট: পাকুন্দিয়ার সার্চ ইঞ্জিন খ্যাত অনলাইন প্লাটফর্ম “ভয়েস অব পাকুন্দিয়া’র বার্ষিক সাধারণ সভা ও ২০২৩সালের কর্ম পরিকল্পনা শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(৬ জানুয়ারী) বিকালে পাকুন্দিয়ার মঠখোলা লাভ ইন রিসোর্টে ভয়েস অব পাকুন্দিয়ার এ্যাডমিন ইঞ্জিনিয়ার আরিফুল ইসলামের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ভয়েস অব পাকুন্দিয়ার এ্যাডমিন এস. এম. রায়হান, এস.কে. রাসেল,মোস্তফা কামাল তানসেন,সোহানুর রহমান আল আমিন সোহান,আল ইমরান,রাকিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভয়েস অব পাকুন্দিয়ার আ্যডমিন মাহমুদুর আফ্রীদ প্রণীত ২০২৩সালের লিখিত কর্মপরিকল্পনা বিষয়ক প্রস্তাবনা তার অনুপস্থিতিতে তোলে ধরেন সোহানুর রহমান আল আল আমিন। ওই প্রস্তাবনা আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।
পাপ্র/সুআআ
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ