ডেস্ক রিপোর্ট: পাকুন্দিয়ায় অনার্স এন্ড মাস্টার্স ছাত্র কল্যান সংগঠনের আয়োজনে “খেলাধূলাতে বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মিনি সার্কেল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
৬ জানুয়ারী শুক্রবার বিকেলে পাকুন্দিয়া পাবলিক আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনার্স এন্ড মাস্টার্স ছাত্র কল্যান সংগঠন ও পাকুন্দিয়া স্টুডেন্ট এসোসিয়েশন অব কিশোরগঞ্জ (PSAK) এর সদস্যদের মধ্যে এ প্রীতি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় পিসাক জয়লাভ করে।
অনার্স এন্ড মাস্টার্স ছাত্র কল্যান সংগঠনের সভাপতি হৃদয় হোসেনের সভাপতিত্বে রাকিবুল হাসান হিমেলের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আসাদুজ্জামান আসাদ, এম এস আল মামুন
আতাউর রহমান সোহাগ, হোসাইন মোহাম্মদ ফরহাদ
আল ইমরান, ভয়েস অব পাকুন্দিয়ার এডমিন ও ক্রিয়েটর এস এম রায়হান, গণমাধ্যমকর্মী এস কে রাসেল প্রমুখ।
পাপ্র/সুআআ