
কিশোরগঞ্জের পাকুন্দিয়ার প্রয়াত সাংসদ, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম এ কে এম শামসুল হক গোলাপ মিয়া স্মৃতি সংসদের অফিস উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধায় উপজেলার তারাকান্দি বাজারে অফিস উদ্বোধন করেন মাননীয় জাতীয় সাংসদ সদস্য নূর মোহাম্মদ।
এ সময়ে উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম আকন্দ, জেলা পরিষদের সদস্য মোঃ শফিকুল ইসলাম ভিপি শফিক, জাঙ্গালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরকার শামীম আহম্মদ, গোলাপ মিঞা স্মৃতি সংসদের সভাপতি মোঃ শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক এটিএম খলিল উল্লাহ শাকিল, সদস্য আতাউর রহমান নয়ন, মোঃ জহিরুল ইসলাম, মোঃ মানিক মিয়া, রফিকুল ইসলাম শাহজাহান মাস্টার প্রমুখ।
পরে গোলাপ মিঞা স্মৃতি সংসদের উদ্যোগে শহীদ বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের স্মৃতিচারণ,দোয়া ও মুক্তিযোদ্ধাদের গণসংবর্ধনা দেওয়া হয়।
জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরকার শামীম আহম্মদ এর সভাপতিত্বে
এতে বক্তব্য রাখেন নূর মোহাম্মদ এমপি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি অধ্যাপক মুহাম্মদ নূরুল্লাহ্,ডেপুটি এটর্নী জেনারেল মোখলেছুর রহমান পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু,পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, জেলা পরিষদের সদস্য মোঃ শফিকুল ইসলাম ভিপি শফিক, এডভোকেট রওশনআরা বেগম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য রাশেদুল মাহমুদ রাসেল,জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ, গোলাপ মিঞা স্মৃতি সংসদের সভাপতি মোঃ শফিকুল ইসলাম শফিক,পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম জহির,মোঃ মানিক, শেফায়েত হোসেন মাসুম মাস্টার, মাহবুবুর রহমান মুজিবুর মেম্বার প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন গোলাপ মিঞা স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক এটিএম খলিলুল্লাহ শাকিল।
পাপ্র/সুআআ