পুলেরঘাট প্রতিনিধি : পাকুন্দিয়ার পুলেরঘাটে দুই মোটর সাইকেল মুখোমুখী সংঘর্ষে দারাজ বাংলাদেশের ডেলিভারি ম্যান/রাইডার ঘটনাস্থলেই নিহত হয়।
নিহত মো:আশরাফুল ইসলাম রানা (৩৪) কিশোরগঞ্জ জেলার বাজিতপুরের মোসলেহ উদ্দিনের ছেলে। সে দারাজ বাংলাদেশের ডেলিভারি ম্যান/রাইডার হিসেবে কাজ করতো।
ঘটনাটি ঘটে আজ ২৯ শে ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কোদালিয়া সড়কের মোড়ে। জানা যায়, নিহত রানা হোসেনপুর থেকে নিজ বাড়ী বাজিতপুরের দিকে যাচ্ছিল, প্রতিমধ্যে ঘটনাস্থলে দুই মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়।
বিপরীত দিক থেকে আসা অপর মোটর সাইকেল আরোহী রিপাত মিয়া (২৪) কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের রতন মিয়ার ছেলে। রিপাতকে গুরুতর আহত অবস্থায় উদ্বার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের সহযোগীতায় লাশ ও মোটর সাইকেল উদ্ধার করে কিশোরগঞ্জ মডেল থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ সদর থানার এসআই মোঃ দেলোয়ার হোসেন জানান, ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি।
পাপ্র/সুআআ