মোকারিম হোসেন: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অনলাইন প্লার্টফম আমাদের তারাকান্দি ফেইসবুক গ্রুপের উদ্যোগে গ্রুপের ২য় বছর পূর্তী উপলক্ষে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর ) দুপুর ১২.০০ ঘটিকায় উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি মডেল টেকনিক্যাল স্কুল মাঠে এ আয়োজন করা হয়।
১ নং জাঙ্গালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরকার শামীম আহম্মদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন পাকুন্দিয়া পৌরসভার মেয়র নজরুল ইসলাম আকন্দ।
আমাদের তারাকান্দি ফেইসবুক গ্রুপের ক্রিয়েটর ও এডমিন সারোয়ার জাহান ইমন এবং তারাকান্দি মডেল টেকনিক্যাল স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ মাহফুজুর রহমানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু তাহের মাস্টার, তারাকান্দি বাজার বণিক সমিতির সভাপতি জাকির হোসেন, হোসেন্দী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এটিএম খলিল উল্লাহ শাকিল, হুাসাইনীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এনামুল হক মাস্টার, জাগ্রত তরুন সংঘের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম আল- আমিন, পাটয়াভাঙ্গা দাখিল মাদরাসার সহকারী মৌলভী আব্দুল ওয়াদুদ, তারাকান্দি বাজার বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সুজন, শাফায়েত হোসেন মাসুম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পাপ্র/সুআআ