পাকুন্দিয়ায় পুকুর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার
প্রধান প্রতিবেদক : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আমেনা খাতুন (৬৫) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) উপজেলার কাহেৎধান্দুল মোতালিব চেয়ারম্যান এর বাড়ির পুকুরে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আমেনা খাতুন পার্শ্ববর্তী ময়মনসিংহের পাগলা থানার টাঙ্গাবর গ্রামের শাসউদ্দিন শামুর স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই মির্জাপুর এলাকার বিভিন্নস্থানে ঘুরে বেড়াতো। আজ ভোরে মির্জাপুর বাজারের পাশের পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে পাকুন্দিয়া থানার ওসি সারোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে পাকুন্দিয়া প্রতিদিনকে জানান, ‘মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
পাপ্র/সুআআ
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ