সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পাকুন্দিয়ার যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তানভীর আহমেদ (২১) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (২৫ ডিসেম্বর) বিকেলে সৌদি আরবের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত তানভীর পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের খামা মাটির মসজিদ এলাকার বকুল মিয়ার ছেলে।
সোমবার (২৬ ডিসেম্বর) দিনগত রাতে এ ঘটনার সত্যতা জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য খুরশিদ উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সুখের আশায় উপার্জন করতে সৌদি আরবে যান তানভীর। তিনি সেখানকার নভেলটি কোম্পানিতে চাকরি করতেন।
রোববার ওমরাহ শেষে ফেরার পথে মদিনায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি।
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পাপ্র/সুআআ
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ