সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ড. আলাউদ্দিন আহম্মদের বর্ণাঢ্য জীবনী
Update : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২, ৮:২৪ অপরাহ্ণ

বিশেষ প্রতিবেদন : পাকুন্দিয়া -হোসেনপুর আসনের সাবেক সংসদ সদস্য, প্রধানমন্ত্রীর সাবেক শিক্ষা, সামাজিক উন্নয়ন ও রাজনৈতিক উপদেষ্টা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. আলাউদ্দিন আহম্মদ আর নেই।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলািহি রাজিউন।

আজ মঙ্গলবার ১৩ ডিসেম্বর বিকেল ৩:৩০ মিনিটে দীর্ঘদিন অসুস্থ থাকার পর ঢাকার স্কয়ার হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের ভাগ্নে ও বুরুদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল আকন্দ। মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা আগামীকাল বুধবার সকাল ১০ টায় বুরুদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

অধ্যাপক ড. আলাউদ্দিন আহম্মদ কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম এসসি, ১৯৮২ সালে জাপানের কানাজাওয়া বিশ্ববিদ্যালয় থেকে এম এস এবং ১৯৮৫ সালে জাপানের তোহোকু বিশ্ববিদ্যালয় থেকে ডি এসসি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৭৩-১৯৭৭ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭৭ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। তিনি ১৯৮৫ সালে সহকারী অধ্যাপক, ১৯৮৭ সালে সহযোগী অধ্যাপক এবং ১৯৯২ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন।

তিনি ১৯৯৮ সালের ১৮ জুলাই থেকে ১৯৯৯ সালের ৯ ডিসেম্বর পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। এর আগে তিনি এ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কিশোরগঞ্জের একটি সংসদীয় আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ১৯৯৯ সালের ৯ ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর শিক্ষা, সামাজিক উন্নয়ন ও রাজনৈতিক উপদেষ্টা

পাপ্র/সুআআ

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ