কিশোরগঞ্জ বিএনপির সাংগঠনিক সম্পাদক আটক

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়াকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে শহরের রথখোলা এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় সাইদুর রহমান নামে এক যুবদলকর্মীকেও আটক করা হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ গণমাধ্যমকে বলেন, ইসরাইল মিয়া সন্ত্রাস ও নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে তাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার কেন্দ্রের ঘোষিত বিক্ষোভ মিছিলের জন্য নেতাকর্মীরা রথখলা মাঠে জমায়েত হচ্ছিলেন। সেখান থেকেই ইসরাইল মিয়া ও সাইদুরকে আটক করা হয়েছে। গত কয়েকদিনে ১৪ জনকে আটক করা হয়েছে। এছাড়া অনেকে হাইকোর্ট থেকে জামিন নিয়ে এসেছেন।
পাপ্র/লাবনী
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ