প্রধান প্রতিবেদক : কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া, চন্ডিপাশা , সুখিয়া, পাটুয়াভাঙ্গা , নারান্দী ইউনিয়ন শাখার জাতীয় শ্রমিক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলা পুরাতন কোর্ট বিল্ডিংয়ের সামনে উপজেলা শ্রমিক লীগের সভাপতি নাজমুল হক দেওয়ানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় শ্রমিক লীগ চরফরাদী ইউনিয়নের সভাপতি ওমর ফারুকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ুন কবির, ৭ নং নারান্দী ইউপি চেয়ারম্যান মোছলেহ উদ্দিন, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, ৫ নং ওয়ার্ড কমিশনার, প্যানেল মেয়র মোঃ আসাদ মিয়া, আওয়ামী লীগ নেতা নাজমুল কবীর আলমগীর প্রমুখ।
পাপ্র/সুআআ