
মোঃ স্বপন হোসেন, স্টাফ রিপোর্টার:২০২২-২০২৩ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধানের উচ্চফলনশীল (উফশী) জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ (বৃহস্পতিবার) সকালে পাকুন্দিয়া উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি কিশোরগঞ্জ-০২ আসনের সাংসদ নূর মোহাম্মদ কার্যক্রমটি উদ্ভোধন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনু, উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী, উপজেলা কৃষি অফিসার নূর-ই-আলম, পৌরসভা মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ নাহিদ হাসান, চরফরাদি ইউপি চেয়ারম্যান মোঃ আঃ মান্নান, সুখিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আঃ হামিদ টিটু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উদ্ভোধনী বক্তব্য শেষে অতিথি ও নেতৃবৃন্দ কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী জাতের বীজ ও সার বিতরণ করেন।
উক্ত অনুষ্ঠানটির আয়োজনে ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাকুন্দিয়া।
পাপ্র/সুআআ