
স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জের ভৈরব উপজেলার নাটালের মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ এর সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ধৃত আসামীদের দখলে থাকা একটি হায়েস গাড়ী তল্লাসী করে এর মধ্যে রক্ষিত অবস্থায় ২৫ টি বান্ডেলে কসটেপ মোড়ানো ৮৪ কেজি মাদকদ্রব্য গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
মঙ্গলবার দিবাগত রাতে (৩০নভেম্বর ) ৩:০০ মিনিটে ভৈরব উপজেলার নাটালের মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার মো:আক্কাছ আলীর নেতৃত্বে র্যাব-১৪ এর সিপিসি-২, ভৈরব ক্যাম্পের আভিযানিক দলের অভিযানে নরসিংদির রায়পুরার উপজেলার পিরিজ কান্দি গ্রামের লাল মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী জাকির হোসেন (৩৫) ও ভৈরব উপজেলার ভৈরবপুর উত্তরপাড়া এলাকার মৃত ফকির মিয়ার ছেলে রিয়াদ (২৩) কে মাদকসহ আটক করে।
অভিযানের নেতৃত্বদানকারী সিনিয়র সহকারী পুলিশ সুপার মো:আক্কাছ আলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
পাপ্র/সুআআ