স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দ্বিতীয় ধাপে অসহায় দু’জনকে হুইলচেয়ার প্রদান করেছে অনলাইন ভিত্তিক প্লাটফর্ম ভয়েস অব পাকুন্দিয়া। শুক্রবার সন্ধ্যায় পাটুয়াভাঙ্গা ও সুখিয়ায় ভয়েস অব পাকুন্দিয়ার টিম মেম্বাররা হুইল চেয়ার তাদের বাড়িতে পৌঁছে দেয়।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে পাটুয়াভাঙ্গার বাগপাড়ায় অসহায় এই প্রতিবন্ধী নাসরিন আক্তারকে হুইলচেয়ার উপহার তোলে দেন ভয়েস অব পাকুন্দিয়ার এডমিন আরিফুল ইসলাম,মোস্তফা কামাল তানসেন,সোহানুর রহমান আল আমিন।
এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা সরকারি গণগন্থাগারের সহকারী পরিচালক জনাব আজিজুল হক সুমন ,ভয়েস অব পাকুন্দিয়ার বিশেষ টিমের সদস্য কে এম মাজহারুল ইসলাম তাকরিম,ইব্রাহিম খলিল প্রান্তসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধায় ভয়েস অব পাকুন্দিয়ার পক্ষ থেকে সুখিয়া গ্রামের অসহায় এই অসুস্থ মুসলেহ উদ্দিনকে একটি হুইলচেয়ার উপহার তোলে দেন ভয়েস অব পাকুন্দিয়া এডমিন আরিফুল ইসলাম,মোস্তফা কামাল তানসেন,সোহানুর রহমান আল আমিন।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সৈয়দুজ্জান সৈয়দ,ভয়েস অব পাকুন্দিয়ার বিশেষ টিমের সদস্য হাফেজ রাকিবুল হাসান রকিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ বিষয়ে ভয়েস অব পাকুন্দিয়ার এডমিন এস এম রায়হান জানান, পজিটিভ পাকুন্দিয়া গড়ার প্রত্যয় নিয়ে আমরা কাজ করছি। এমন অসহায়-বঞ্চিত মানুষের পাশে থাকা আমাদের দায়িত্ব। সেই দায়িত্ব বোধ থেকেই আমরা সব সময় অসহায়ের পাশে থাকবো।
পাপ্র/সুআআ