
স্টাফ রিপোর্টার: দুপুর ১১:৩০ টার দিকে দাদার মৃত্যুর ঘন্টা দুয়েক পড়েই দুপুর ১ টার দিকে বাড়ীর পাশের পুকুরে পানিতে ডুবে ৪ বৎসর বয়সী নাতনী রুবার মর্মান্তিক মৃত্যু হয়।
হৃদয়বিদারক মর্মান্তিক ঘটনাটি ঘটে পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কুমরী কুড়ের পাড় গ্রামের স্থানীয় মসজিদ সংলগ্ন বাড়ির বিশিষ্ট কাঠ ব্যাবসায়ী সেলিম মিয়ার চাচা (মৃত শিশু রুবার চাচাত দাদা) গিয়াসউদ্দিন দুপুর সাড়ে এগারটার দিকে মৃত্যুর ঘন্টাদুয়েক পর বাড়ী সংলগ্ন পুকুরের পানিতে ডুবে ৪ বৎসর বয়সী ফুটফুটে কন্যা (নাতনী) রুবার মৃত্যু হয়।
রুবার লাশ পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে। রুবা কুমরী কুড়ের পাড়ের রতন মিয়ার মেয়ে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিতকরে স্থানীয় শিক্ষার্থী এ.কে.এম এখলাছ উদ্দিন জানান, দুপুর একটার দিকে চাচাত দাদার মৃত্যুতে সবাই শোকাহত অবস্থায় হঠাৎ শিশু রুবার পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যুতে স্বজনসহ এলাকায় শোকের ছায়া বইছে।
পাপ্র/সুআআ