আতাউর রহমান সোহাগ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৫৭ জন শিক্ষার্থীর অংশগ্রহনে পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে আজ সকাল ১০ টায় বৃত্তি পরীক্ষায় অনুষ্ঠিত হয়।
কোমলমতি শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ উপলক্ষে সকাল ৯ টা থেকেই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে থাকে উপজেলার ৩১ টি প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীর অভিভাবক ও স্বজনরা। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করতে আসেন পরীক্ষা কমিটির উপদেষ্ঠা ও পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মোঃকফিল উদ্দিন, এম এ মান্নান মানিক কলেজের অধ্যক্ষ মোঃজসিম উদ্দিন, হাজী জাফর আলী ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ রফিকুল ইসলাম, হাজী জাফর আলী ডিগ্রি কলেজের প্রদর্শক ( রসায়ন) জনাব আতাউর রহমান সোহাগ, জহুরা আলতাফ বিদ্যানিকেতন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল জব্বার সুমন,লক্ষীয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রাসেল আহমেদ, উদিতা কিন্ডারগার্টেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুয়েল আহমেদ প্রমুখ।পরীক্ষা কমিটির কেন্দ্র সচিব এমদাদুল হক লিটন বলেন, সকলের সহযোগিতায় সুষ্ঠু ও সুন্দর মনোরম পরিবেশে পরীক্ষা হচ্ছে।
উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা নিরিবিলি পরিবেশে পরীক্ষা দিতে পেরে স্বাচ্ছন্দ্যবোধ করছে, অভিভাবকরাও খুশি সুষ্ঠু পরিবেশ দেখে। উল্লেখ্য যে,( নার্সারি – পঞ্চম)গণিত পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন পরীক্ষা শুরু।
পাপ্র/সুআআ