বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় একযোগে ১০টি বিট পুলিশিং অনুষ্ঠিত
Update : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২, ৭:৩২ পূর্বাহ্ণ

প্রধান প্রতিবেদক : মাদকদ্রব্য, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ, সম্পত্তি সংক্রান্ত অপরাধ দমন ও আত্মহত্যার প্রবণতা রোধকল্পে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার ১০টি বিটে একযোগে বিট পুলিশিং কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেলে বিট পুলিশিং অফিসারের সভাপতিত্বে ৬ নং বিটে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মোস্তাক সরকার, ১নং পৌর সদর বিটে কিশোরগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড এপস্) মোহাম্মদ নূরে আলম, ৮ নং পাটুয়াভাঙ্গা ইউনিয়ন বিটে কিশোরগঞ্জ জেলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আল আমিন হুসাইন, ১২ নং সুখিয়া ইউনিয়ন বিটে হোসেন পুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, ৯ নং নারান্দী ইউনিয়ন বিটে ডিআইও (১) কিশোরগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার পুলিশ পরিদর্শক ( নিঃ) মামুন অর রশীদ ( পিপিএম), ১০ নং হোসেন্দী ইউনিয়ন বিটে জেলা পুলিশের অপরাধ শাখার পুলিশ পরিদর্শক ( নিরস্ত্র) মোঃ ওমর ফারুক আহমেদ, ৫ নং চরফরাদী ইউনিয়ন বিটে কিশোরগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোহাম্মদ সামছুর রহমান, ৪ নং জাঙ্গালিয়া ইউনিয়ন বিটে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ হাসান সুমন, ৭ নং বুরুদিয়া ইউনিয়ন বিটে আহুতিয়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম, ১১ নং চন্ডিপাশা ইউনিয়ন বিটে পুলিশ পরিদর্শক ( নিঃ) মোহাম্মদ মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ, পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ, উপজেলা বিট পুলিশিং এর সমন্বয় কমিটির সভাপতি কফিলউদ্দিন, হোসেন্দী ইউপি চেয়ারম্যান হাদিউল ইসলাম হাদি, সুখিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ টিটু, এগারসিন্দুর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান বাবু, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, চরফরাদী ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান প্রমুখসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পাপ্র/সুআআ

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ