মোমিন মেহেদী
দুটি রাজনৈতিক দল প্রধানের প্রতি আমার আহবান লোক দেখানোর প্রতিযোগিতায় মহা সমাবেশের নামে মহাঅপচয়-জনদূর্ভোগ হচ্ছে, দ্রুত এসব বন্ধ করুন। তা না হলে জনগণ কখনোই আপনাদেরকে ক্ষমা করবে না।
সারাদেশে সমাবেশের নামে অর্থ অপচয় করে রাজনীতিতে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে ছাত্র-যুব-জনতার অধিকার হরণকারী রাজনৈতিক নেতৃবৃন্দ। তারা মূলত তাদের পরিবারতন্ত্রকেই প্রতিষ্ঠার প্রচেষ্টা করে যাচ্ছে, জনগণের কল্যাণ নিয়ে তাদের নূন্যতম মানসিক ইচ্ছে নেই। বর্তমানে নির্মমতার রাজনীতি এমন স্থানে এনে দাঁড় করিয়েছে যে, যদি এক পক্ষ ১ লক্ষ লোক নিয়ে সমাবেশ করে তো আরেক পক্ষ ১০ লক্ষ লোক নিয়ে সমাবেশ করার ঘোষণা দিচ্ছে কেবলমাত্র রাজনৈতিক অস্থিতিশীলতা-অর্থ অপচয় আর ক্ষমতার অপব্যবহার করার জন্য। কারণ তাদের এসব সমাবেশে সাধারণ মানুষের কোন উপকার তো হচ্ছেই না; বরং দ্রব্যমূল্য আরো বাড়ছে।
চেয়ারম্যান
নতুনধারা বাংলাদেশ (এনডিবি)