অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যাবহারের অভিযোগে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. রফিকুল ইসলাম রেনুর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিয়েছেন উপজেলা পরিষদের দুই ভাইস-চেয়ারম্যান, পৌরসভার মেয়রসহ ৯টি ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যানরা।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে লেখা অনাস্থাপত্রটি কিশোরগঞ্জের জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়। এর আগে বুধবার নারান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে এক সভায় সর্বসম্মত ভাবে রফিকুল ইসলাম রেনুর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব অনুমোদন করা হয়।
এতে রফিকুল ইসলাম রেনুর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যাবহার, জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে দুর্ব্যাবহারসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে তার অপসারণ দাবি করা হয়।
অভিযোগটি ঢাকায় পাঠানো হচ্ছে উল্লেখ করে তদন্ত পূর্বক আইনানুযায়ি ব্যবস্থা নেয়া হবে বলে জানান জেলা প্রশাসক। কিশোরগঞ্জ জার্নাল