স্টাফ রিপোর্টার : আশরাফুল ইসলাম আরিফকে সভাপতি, মোহাম্মদ বেলাল হোসাইনকে সাধারণ সম্পাদক এবং ওমর ফারুককে সাংগঠনিক সম্পাদক করে ১৩১ সদস্য বিশিষ্ট কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল।
১২ অক্টোবর (মঙ্গলবার) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ( দপ্তরের বিশেষ দায়িত্ব) মোঃ হাফিজুল ইসলাম।
নব গঠিত কমিটির সভাপতি আশরাফুল ইসলাম আরিফ সদর উপজেলা পনকলিমা গ্রামের মৃত হাজী আব্দুল হাসিমের ছেলে। সাধারণ সম্পাদক বেলাল হোসাইন একই উপজেলার উপজেলার পৌরসভার ৭ নং ওয়ার্ডের মোঃ মুছলেহ উদ্দিন এর ছেলে এবং সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক পৌরসভা ৭নং ওয়ার্ডের মোঃ আব্দুল মুত্তালিব এর ছেলে।
বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদার বলেন, নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা সবাই জাতীয়তাবাদের চেতনায় বিশ্বাস রেখে বিভিন্ন আন্দোল সংগ্রামের সাথে সক্রিয় অংশগ্রহন করে আসছে।
পাপ্র/আইরিন লাবনী