নবীদের সেরা তিনি…
নবীদের সেরা তিনি
গোলাপ আমিন
নবীদের তো সেরা তিনি
ঈমানদারের বেড়া তিনি।
তাঁর দেখানো কর্মগুলো
যথাযথ করব ফলো।
অনুসরণ করলে সুন্নত
আমরা হই তাঁর উম্মত।
সকল গুণের প্রতিচ্ছবি
জন্মভূমির মায়ায় নবী,
আল্লাহ প্রদত্ত ধর্ম-তলে
ডেকে বলেন- আসো চলে।
মক্কায় থাকা হলো না রে
লুকালেন গুপ্ত পাহাড়ে,
মক্কা ছেড়ে ওই মদিনা
চলে তিনি যেতেন যদি না,
একদল কাফের-মুশরিক
হত্যা করতো নবীকে ঠিক।
আল্লাহ তাঁকে রক্ষা করেন
বিশ্বজুড়ে প্রশান্তি গড়েন।
নবী-রাসূলের শ্রেষ্ঠ হযরত
তাঁর প্রতি বাড়াও মহব্বত।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ