কবিতাপত্র শ্রেষ্ঠ তরুণ কবি পুরস্কার পাচ্ছে তিন কবি
ডেস্ক রিপোর্ট : কবিতা বিষয়ক ছোট কাগজ ত্রৈমাসিক কবিতাপত্র আয়োজিত ‘কবিতাপত্র তরুণ কবি পুরস্কার ২০২২’ শ্রেষ্ঠ তিন কবি হিসেবে এ বছর পুরস্কার পাচ্ছেন কবি নূর আলম গন্ধী, এস আই শিমুল ও আদিত্য চন্দ্র।
প্রথমবারের মতো এবছর থেকে প্রতিবার অনূর্ধ্ব ৩৫ বছর বয়সী কবিদের এই পুরস্কার প্রদান করা হবে বলে জানান ত্রৈমাসিক কবিতাপত্র এর সম্পাদক শামসুল আলম রাফিন ।গত ০৫অক্টোবর,২০২২ খ্রীঃ,বুধবার আয়োজক কমিটির সদস্য সচিব মহিউদ্দিন আজিম নির্বাচিত এই তিন কবির নাম ঘোষণা করেন।
তার মতে বর্তমান বাংলা সাহিত্যে তরুণদের উৎসাহিত করা প্রয়োজন, আর না হয় তরুণরা সাহিত্য চর্চায় দিনদিন আগ্রহ হারিয়ে ফেলবে।মূলত সেই দায়িত্ববোধ থেকেই তরুণদের জন্য ব্যতিক্রমী এই আয়োজন করেছে ‘কবিতাপত্র’।
পাপ্র/সাহিত্য /তানহা ইয়াসমিন
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ