স্টাফ রিপোর্টার :“বনজ-ফলজ-ঔষধি বৃক্ষ রোপন করিয়া, চলো সবাই গড়ে তুলি লাল – সবুজের পাকুন্দিয়া” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সত্য সুন্দরের পথে পজেটিভ পাকুন্দিয়া গড়ার প্রত্যয়ে পাকুন্দিয়াব্যাপী কৃঞ্চচূঁড়া ও তালবীজ রোপন কর্মসূচীর আয়োজন করেন পাকুন্দিয়ার জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম ভয়েস অব পাকুন্দিয়া।
৬ অক্টোবর বৃহ:বার দুপুরে উপজেলার হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজের সেমিনার কক্ষে কলেজের অধ্যাক্ষ রকিবুদ্দিন মোশায়েরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলার নির্বাহী অফিসার রোজলীন শহীদ চৌধুরী।
ভয়েস অব পাকুন্দিয়ার ক্রিয়েটর ও এডমিন এনামুল হক রায়হানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২য় বিশ্বযুদ্ধের জীবিত সৈনিক আ:মান্নান,হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাদিউল ইসলাম হাদি,হোসেন্দী আর্দশ কলেজের প্রভাষক রেজাউল করিম,সহকারী অধ্যাপক মনিরুল আলম,ঢাকাস্থ পাকুন্দিয়া -কটিয়াদী সম্মিলিত যুব পরিষদ সাংগঠনিক সম্পাদক নোমান মোল্লা, হাজী জাফর আলী কলেজের প্রদর্শক আতাউর রহমান সোহাগ, ইঞ্জিনিয়ার রুহুল আমিন প্রমুখ।
এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন ভয়েস অব পাকুন্দিয়ার এডমিন প্যানেলের আরিফুল ইসলাম, মাহমুদুর রহমান আফ্রিদ, রাসেল আহাম্মেদ প্রমুখ।
এসময় পাকুন্দিয়ার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পাপ্র/সুআআ