সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় জাতীয় জন্মনিবন্ধন দিবসে আলোচনা সভা
Update : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২, ৩:৪০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার :“নির্ভুল জন্ম নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভান্ডার গড়ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় জন্ম নিবন্ধন দিবস -২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহ:বার ০৬ই অক্টাবর সকালে পাকুন্দিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সেমিনার হলে এ সভা অনুষ্ঠিত হয়।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু ।

সভায় এ উপস্থিত ছিলেন পাকুন্দিয়া পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, উপজেলা মৎস্য অফিসার
মোঃ কাউছার মিয়া ,উপজেলা পরিসংখ্যান অফিসার ফারুক হোসাইন,নারান্দী ইউপি চেয়ারম্যান মুসলেহ উদ্দিন, পাটুয়াভাঙ্গা ইউপি চেয়ারম্যান এমদাদুল হক ( জুটন),হোসেন্দী ইউপি চেয়ারম্যান হাদিউল ইসলাম হাদি, চরফরাদী ইউপি চেয়ারম্যান আঃ মান্নান, সুখিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ টিটু , পৌর কর্মকর্তা সৈয়দ শফিকুল ইসলাম ও ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা আইসিটি অফিসার নুরুজ্জামানের সঞ্চালনায় সভায়, সময় আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা জন্ম ও মৃত্যু সনদের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন। যেহেতু সাকসেশন সাটিফিকেট, ইন্সুরেন্স এবং জমি-জমার ক্ষেত্রে মৃত্যু সনদ বাধ্যতামূলক করা হয়েছে। সেই জন্য জন্মনিবন্ধন যেমন প্রয়োজন মৃত্যু নিবন্ধনও প্রয়োজন। তাই বিষয়টিকে আরো কার্যকর করতে এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে নির্ধারিত ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যুর নিবন্ধন করার জন্য সকলকে আহব্বান করেন

পাপ্র/সুআআ

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ