স্টাফ রিপোর্টার : মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, তৎকালীন পাকুন্দিয়া-হোসেনপুর নির্বাচনী এলাকার তিনবার নির্বাচিত এমপি এ.কে.এম শামসুল হক গোলাপ মিয়া’র ২৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোআ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে জাঙ্গালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে উপজেলার তারাকান্দি বাজারে মিলাদ ও দোয়া মাহফিলে জাংগালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরকার শামীম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু।
এটিএম খলিলুল্লাহ শাকিলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ুন কবির, পাকুন্দিয়া পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ, কৃষক লীগের সাবেক সভাপতি মোঃ বাবুল আহমেদ,পাকুন্দিয়া সরকারি কলেজের সাবেক ভিপি আব্দুল হাকিম,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম গোলাপ,উপজেলা শ্রমিক লীগের সভাপতি নাজমুল হক দেওয়ান, মরহুম এমপি গোলাপ মিয়ার ছেলে দিদারুল হক দিদার প্রমুখ।
মরহুমের জীবনকর্ম শীর্ষক বক্তব্য রাখেন অতিথিবৃন্দ। পরে মিলাদ শেষে মরহুমের মাগফিরাত কামনায় দোআ করা হয়।
উল্ল্যেখ্য, এ কে এম শামসুল হক গোলাপ মিয়া ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সম্মিলিত বিরোধী দলের হয়ে কিশোরগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর পর ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ-১ আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।
তিনি ১৯৯৯ সালের ২৫ সেপ্টেম্বর ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
পাপ্র/সুআআ
Thank you very much for sharing, I learned a lot from your article. Very cool. Thanks. nimabi