সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁধন গুরুদয়াল সরকারি কলেজ ইউনিটের রক্তদাতা সম্মেলন -২২ অনুষ্ঠিত
Update : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২, ৮:১৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জে সেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন গুরুদয়াল সরকারি কলেজ ইউনিটের রক্তদাতা সম্মেলন -২২ অনুষ্ঠিত হয়েছে।

২৯ সেপ্টেম্বর বৃহ:বার সকাল ১০:০০ ঘটিকায় কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের শহীদ সৈয়দ নজরুল ইসলাম অডিটোরিয়াম আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জামালুর রহমান।

বাঁধন গুরুদয়াল সরকারি কলেজ ইউনিটের সভাপতি অনিক হাসান হৃদয়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের উপাধ্যক্ষ আ.ন.ম মুশতাকুর রহমান, গুরুদয়াল সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মো: গোলাম রাব্বানী, বাঁধন কেন্দ্রীয় কমিটির কোষাধক্ষ্য তোফায়েল আহমেদ তরুণ।

সাবেক কেন্দ্রীয় পর্যবেক্ষক মরিয়ম সুলতানা ও ইউনিট সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন বাঁধন গুরুদয়াল সরকারি কলেজ ইউনিটের কোষাধক্ষ্য আকরামা আরিফ ইষা, সম্মেলন শেষে ৪ বারের অধিক স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মানার্থে “রক্তদাতা সনদ” প্রদান করা হয়।

উল্ল্যেখ্য ‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’ এ স্লোগান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলে একটি বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির মধ্য দিয়ে ১৯৯৭ সালের ২৪ অক্টোবর যাত্রা শুরু করে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন। পর্যায়ক্রমে বিভিন্ন স্নাতক স্নাতকোত্তর শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বিভিন্ন জোন / ইউনিট গঠন করে সংগঠনটি কার্যক্রম পরিচালনা করে আসছে।

বাঁধন গুরুদয়াল সরকারি কলেজ ইউনিটে ২০১৫ থেকে ২০২২ পর্যন্ত ৪৮১৯ ব্যাগ রক্ত সরবরাহ ও বিনামূল্যে ৯৮৭৫ টি ব্লাড গ্রুফিং ক্যম্পিং পরিচালনা করেছে। এছাড়াও করোনাকালীন সময়ে ৪০ টি অসহায় পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেছে।

পাপ্র/সুআআ

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ