স্টাফ রিপোর্টার : পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পাকুন্দিয়া পৌরসভার বিট ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর ) সন্ধ্যায় পাকুন্দিয়া পৌরসভায় বরাটিয়া চৌরাস্তা সংলগ্নে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬ নং ওয়ার্ডের কমিশনার মাহমুদুল হাসান রাসেল।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, পাকুন্দিয়া পৌরসভার মেয়র নজরুল ইসলাম আকন্দ,পাকুন্দিয়া থানার ওসি মোঃ সারোয়ার জাহান।
হাজী জাফর আলী কলেজে প্রদর্শক আতাউর রহমান সোহাগের সঞ্চালনায় এ সময় স্বাগত বক্তব্য রাখেন (৪,৫ ও ৬ নং ওয়ার্ডের) বিট নং ০২ ইনচার্জ এস আই মোশাররফ হোসেন, ৭ নং ওয়ার্ডের কমিশনার নাসির উদ্দীন, বাংলাদেশ রবিদাস পরিষদের সভাপতি দিলীপ রবিদাস,লক্ষিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রাসেল প্রমুখ।
অনুষ্ঠানে জন প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পাপ্র/সুআআ