স্টাফ রিপোর্টার : পাকুন্দিয়ার মির্জাপুরে যুব সমাজের আয়োজনে মরহুম ঈসমাইল চেয়ারম্যান স্মৃতি স্মরণে মিনি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা -২২ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর বিকেলে মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মিনি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলায় রফিকুল ইসলাম সজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু।
উক্ত খেলায় বিশেষ অতিথি ছিলেন পাকুন্দিয়া পৌরসভার মেয়র নজরুল ইসলাম আকন্দ। খেলার শুভ উদ্বোধন করেন পাকুন্দিয়ার যুবনেতা মাজহারুল হক সৌরভ।
খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান সিরাজ,শহীদ আলা উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শামসুল আলম, আব্দুল মোমিন, খলিলুর রহমান, প্রবাসী আমিনুল ইসলাম বাবু প্রমুখ।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
পাপ্র/সুআআ