স্টাফ রিপোর্টার: পাকুন্দিয়া পৌর সদরের বরাটিয়া এলাকা থেকে এক রাতে তিন কৃষকের মোট ৭ টি গরু চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত দুইটার পর থেকে বৃহস্পতিবার ভোর হওয়ার পূর্ব পর্যন্ত পাকুন্দিয়া পৌর সদরের মৃত আজিম উদ্দিনের ছেলে জসীম উদ্দিন ঘরের তালা ভেঙে চোরচক্র দুটি গরু ও তার ভাই হারুনের তিনটি গরু এবং জসীমউদ্দিনের প্রতিবেশি মৃত ফরজ আলীর ছেলে কদ্দুসের গোয়াল ঘর থেকে ২টি গরু চুরি করে নিয়ে যায় চোরচক্র।
ভুক্তভোগী গরু মালিক আজিম উদ্দিন জানান, চোরেরা আমার গোয়াল ঘরের তালা ভেঙে দুটি গরু ও ভাই হারুনের তিনটি গরু এবং প্রতিবেশি কদ্দুসের দুটি গরু নিয়ে গেছে। সাতটি গরুর মূল্য প্রায় তিন লক্ষ বায়ান্ন হাজার টাকা হবে। এবিষয়ে পাকুন্দিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সারোয়ার জাহান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পুলিশ চুরি হওয়া গরু উদ্ধারের পাশাপাশি চোরদের গ্রেপ্তারের প্রচেষ্টা চালাচ্ছে।
পাপ্র/সুআআ