স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জের করিমগঞ্জে এরশাদ উদ্দিন মানবকল্যাণ ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেলো ৫৯জন শিক্ষার্থী। বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা এরশাদ উদ্দিন নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষাবৃত্তি তুলে দেয়া হয়।
জানা গেছে, এরশাদ উদ্দিন নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণির ৫৯ জন শিক্ষার্থীরা মাঝে ১ হাজার টাকা করে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। যার অর্থায়ন করেছেন এরশাদ উদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি শিল্পপতি এরশাদ উদ্দিন নিজেই।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি তুলে দেন এরশাদ উদ্দিন মানবকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি শিল্পপতি এরশাদ উদ্দিন।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সনজিত কুমার বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করিমগঞ্জ পৌর মডেল কলেজের প্রশাসক মাহফুজুর রহমান পল্টু, নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হেলিম, এরশাদ উদ্দিন নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের তত্ত্বাবধায়ক আফাজ উদ্দিন ভূঁইয়া, ইংরেজি শিক্ষক আতে এলাহিসহ অভিভাবক ও স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থীরা।
পাপ্র/সুআআ